
বিভাগীয় ব্যুরো প্রধান কক্সবাজার ( কামরুন তানিয়া),
সময়ের বহুলালোচিত মানবাধিকার নেতা সেহলী কে রমজানের প্রার্থনা বার্তা পাঠালেন আন্তর্জাতিক পরিবেশযোদ্ধা, ভূমিদস্যুদের আতঙ্ক, সিনিয়র সাংবাদিক, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীসহস্র প্রকার উদ্যত অসত্য আর দুর্বৃত্তদের ভিড়ে সুবিধা বঞ্চিত মানুষের জন্য আপনি হয়ে রইলেন শুণ্য পকেটে এক বিনয়ী বিপ্লবী পরিনত মজবুত সরল পথ। আমি সবসময় প্রকৃতির বৈচিত্রতা খেয়াল করি। আপনার প্রাকৃতিক কর্মপরিকল্পনায় আমি প্রকৃতির যাবতীয় বৈশিষ্ট্য ও সৌন্দর্য খুঁজে পাই। শীতের ঝরা পাতা থেকে বসন্তের নতুন হালকা সবুজ পাতা; মেরুর বরফাচ্ছাদিত দিগন্ত বিস্তৃত সাদাময়তা থেকে আমাজনের রহস্যঘন সবুজ বনরাজি সবখানে আপনার মতো মানুষ খুঁজি। ৭১ এ মুক্তিযুদ্ধের বিজয় এনে আর স্থায়ীভাবে ঘরে ফেরা হয়নি- দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে আজও যুদ্ধ করে যাচ্ছি- সেই থেকে খুঁজে চলেছি প্রাকৃতিক মানুষ। যাঁরা সত্যিই নিবেদিত থাকবে জাতির সংস্কৃতির মুক্তির জন্য। এতো দেরিতে আপনার সাথে দেখা হলো যে- যখন আমি পৃথিবী থেকে যাই যাই করছি। তাই প্রতিটি প্রার্থনায় আপনাকে রাখি অনন্ত শুভ কামনায়। যেনো দেবদারু বৃক্ষের মতোই আপনি থাকেন সুস্থ সবল নিপীড়িত মানুষের হৃদয়ের কথা হয়ে। অপার সম্মানের জীবন যেনো আমৃত্যু আপনাকে ঘিরে রাখে। ধরিত্রীর সবখানে আপনি বিরাজমান থাকুন। যেনো যেদিকেই তাকাই আপনার বর্ণাঢ্য কর্মময় কোলাহল দেখি।হৃদয় নিংড়ানো অপার প্রার্থনা আপনার সুস্থ সবল জীবনের জন্য।