
জামাল উদ্দীন,নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিমেল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সাবরাং ইউনিয়নের বাজারে সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনের নেতৃত্বে পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৫ মিনিটেএসময় বাজারের দক্ষিণ পাশে এক যুবক মোটরসাইকেল নিয়ে আসতে দেখা গেলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে ওই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই মোটরসাইকেলটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের ব্যাগে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। মোটরসাইকেলটির নাম্বার কক্সবাজার-(ল) ১১-২৫৭৯।ওসি (তদন্ত) আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।