
আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর (তাজুর) মোড়ে মঙ্গলবার ১৮ মার্চ ( ২০২৫) সন্ধ্যায় ১৭ রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর গোমস্তাপুর উপজেলা শাখা,আব্দুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এবং ইফতারের আগে ,ভাই বোন মিষ্টান্ন হোটেলের মঙ্গল কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।দীর্ঘ ১৩ বছর যাবত খুব সুনামের সঙ্গে ব্যাবসা করে আসছেন,
(ভাই বোন মিষ্টান্ন হোটেল এন্ড কনফেকশনারী) ব্যবস্থাপনা পরিচালক প্রোঃ মোঃ তাইজুদ্দীন, বলেন আমি বেশ কয়েক বছর যাবত ব্যাবসা করে আসছি। আমার হোটেল এর খাবারের গুনগত মান ও স্বাদ অতুলনীয়।
এবং সার্বিক সহযোগিতা তাঁর ছেলে মোঃ সামিউল ইসলাম, এখানে যাবতীয় ভাজাপোড়া সহ নিজ হোটেলে বিভিন্ন ধরনের মিষ্টি, তৈরি করা হয় এবং আপেল , কমলা লেবু, খেজুর ,কলা, কেক, পাউরুটি, উন্নত মানের বিস্কুট,ভাত ,মাছ, মাংস,ঘি,দোই, ঠান্ডা পানি, পাওয়া যায় যে কোন অনুষ্ঠানের খাবারের অর্ডার যত্ন সহকারে নেওয়া ও সরবরাহ করা হয়।
যোগাযোগে : প্রোঃ মোঃ তাইজুদ্দীন
ফোন :০১৭৩৩২৮১৭৯৮
সার্বিক সহযোগিতা, মোঃ সামিউল ইসলাম
ফোন:০১৭৪৪২১৯০৩১