
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পৌরসভায় অবস্থিত আনোয়ারখিলা ও গোদারিয়ায় নকল ওরস্যালাইন ও সফট ড্রিংকস পাউডার তৈরির কারখানায় আজ বিকালে পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল ও অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে নগদ ১ (একলক্ষ) টাকা জরিমানা সহ জব্দকৃত সমস্ত অবৈধ মালামাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় প্রতিষ্ঠান দু’টিকে সিলগালা করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান ফারুক।
অবৈধ ও নকল খাবার স্যালাইন তৈরির কারখানায় যৌথবাহিনী ও প্রশাসনের অভিযানটি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোয়েন্দা তথ্যের ভিক্তিতে ও সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানা গেছে।