
তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন এর পশ্চিম পাগুলি গ্রামের মোঃ তাওহিদ হোসেন(৬) ও আফছা মনি(৫) নামের দুই শিশু ফিসারির পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে,অপর একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।ছেলে শিশুটি পশ্চিমপাগুলী গ্রামের মোঃআনারুল হক ও মেয়ে শিশুটি আনারুলের ভাগ্নি আফছা মনি।আফছা মনি সামিউল হক ও মাইমুনা আক্তার দম্পতির সন্তান বলে জানান এলাকাবাসি।
আজ(মঙ্গলবার)১৫এপ্রিল আনুমানিক বিকেল ৩ ঘটিকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আত্মীয় স্বজনের মাধ্যমে জানা যায় ,দুপুরের দিকে বাড়ির পাশেই উঠানে খেলতে থাকাবস্থায় কোন এক সময় ফিসারির পাড়ে খেলার ছলে চলে যায় শিশু দুটি।অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও শিশু দুটির হদিস না পেয়ে আত্মীয় ও বাড়ির লোকজন খুঁজতে শুরু করে।একপর্যায়ে ফিসারিতে ভেসে থাকা অবস্থায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।এ সময় সাউদা নামের অপর একটি শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা এবং তাকে চিকিৎসা দেওয়া হয়।
এই বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান যে,দুপুরের দিকে বাড়ীর পাশের ফিসারি থেকে শিশু দুটির লাশ উদ্ধারের পর খবর পেয়ে আমি এবং থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি দেখতে পাই।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এ ব্যাপারে সকল আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।