
মানিকগঞ্জের গড়পাড়ায় নবালয় খেলাঘর আসরের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য / দৈনিক স্বাধীন বাংলা
শাহীনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় শিশু কিশোর সংগঠন জাতীয় খেলাঘর আসরের মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া নবালয় খেলাঘর আসরের উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ১১ এপ্রিল, শুক্রবার, বিকেল ০৪ টায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গড়পাড়া খেলাঘর আসরের সভাপতি নিত্য গোপাল সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও গড়পাড়া নবালয় খেলাঘর আসরের উপদেষ্টা জনাব প্রকৌশলী আবদুল কাদের ঝিনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক জনাব মাহবুবুর রহমান শিপন,খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য আরশেদ আলী মাস্টার, বিদ্যুত উন্নয়ন বোর্ডের সাবেক ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার সাহা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবালয় খেলাঘর আসরের উপদেষ্টা শ্রীশ চন্দ্র সাহা।এসময় বক্তারা বলেন, খেলাঘর আসর একটি শিশু কিশোর সংগঠন। শিশুদের অধিকার আদায়ে কাজ করছে গড়পাড়া খেলাঘর আসর।
প্রতিষ্ঠার পর থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে খেলাঘরের ভূমিকা অগ্রণীয়। শিশু কিশোরদের সৃজনশীল ও মননশীল মেধাবিকাশ, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে বীর দর্পে এগিয়ে যাচ্ছে খেলাঘর আসর।