
মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
নেশা মুক্ত সমাজ চাই,মাদক মুক্ত কুমিরা চাই, এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রসুলপুর যুব সমাজের উদ্যোগে রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) রাত ৮ টায় উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবী সংগঠন সত্যের সন্ধানের ফাউন্ডেশনের আয়োজনে রসুলপুর যুব সমাজের উদ্যোগে রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য আলহাজ্ব এম শামসুদোহা। খেলা চলাকালীন পুরো সময় ধরে খেলা উপভোগ করেন তিনি এবং খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের হাতে পুরস্কার বিতরণ করেন। এসময় কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো ইদ্রিস মিয়া মনির,অত্র এলাকার কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক ক্রীড়া অনুরাগী মো: খোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী ডা: মো: আবুল কালাম আজাদ,কুমিরা ইউনিয়ন বিএনপি সদস্য মো:ওমর ফারুক, মো:আইয়ুব আলী মাষ্টার, মো: আবুল গণি, মো: আরিফুল ইসলাম নাঈম, সত্যের সন্ধানের পরিচালক মো:আলিম হোসেন,লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ শাখার যুগ্ন আহবায়ক মো:রানা, কুমিরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো:নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো: সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিরা প্রতিনিধি হিসেবে উপস্থিত মো: জাহেদ,মো জুয়েল,হিলফুল ফুজুল সংস্থা পরিচালক মো:হোসেন আলীসহ অত্রএলাকার মুরব্বি ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।ফাইনাল খেলা উপভোগ করতে আসা দূরদূরান্ত থেকে আগত দর্শকরা জানান, এই ফাইনাল খেলায় যে পরিমাণ মানুষ এসেছে এমনটা আগে কখনো দেখা যায়নি। এখানে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারিনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ খেলা শেষ হয়েছে এটা অনেক ভালো লেগেছে।এতে খেলা কমিটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শৃঙ্খলা রক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে।উক্ত ফাইনাল টুর্নামেন্ট পরিচালনা করেন মো: হাসান তারেক,মো:রানা,তপন দাশ টানটান উত্তেজনাপূর্ন ফাইনাল ম্যাচে হিলফুল ফুজুল সংস্থা, খেলার ১০ মিনিটে অভি চৌধুরীর পায়ে জাল খুজে পায় হিলফুল ফুজুল সংস্থা।একই ইউনিয়নের উদ্দীপ্ত কাফেলা কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হিলফুল ফুজুল সংস্থা।এক গোল দিয়ে ম্যান অপ দ্যা ম্যাচ হয় অভি চৌধুরী।বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে প্রাইজমানি এবং ট্রফি প্রদান করা হয়েছে। এছাড়া পরাজিত দলকে শান্তনা পুরস্কার হিসেবে প্রাইজমানি এবং ট্রফি দেয়া হয়েছে।