
শংকর কান্তি দাশ ( জেলা প্রতিনিধি,চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় র্যাব-৭ এর অভিযানিক দল অভিযান চালিয়ে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-৫০০ গ্রাম, মূল্য- ১৫,০০,০০০/- টাকা এবং নগদ ১০,৬৮,০০০/- টাকাসহ ২নারী ইয়াবা পাচারকারীকে আটক করেছে বলে থানা সূত্রে খবর পাওয়া গেছে।২৫ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দক্ষিন ঢেমশা হাঙ্গরকূল চাঁদের পাড়ার ফয়েজ এর গোয়াল ঘরের ০১নং রুমের কোনায় বালির স্তুপে অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবা,১লক্ষ ৬৮হাজার নগদ টাকাসহ ২নারীকে আটক করেন বলে জানা যায়।আটককৃত নারীরা হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকার আলিম উল্লাহর মেয়ে ও মোহাম্মদ আলীর স্ত্রী নুর বাহার(৬২) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াক্যাং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ২২নং ক্যাম্পের আব্দুর রহমান ও সমিদা খাতুনের মেয়ে রোকিয়া বিবি(২১) বলে জানা যায়।এব্যাপারে ইয়াবা ও নগদ টাকাসহ ২নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানা প্রশাসন।