
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর সিদলা ইউনিয়ন ইমাম উলামা পরিষদের উদ্যোগে শনিবার( ১৫ মার্চ) রামেশ্বপুর তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদরাসার মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাও. আবুল কালাম ফারুকী,সিদলা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মো,আবদুস সালাম সাহেব,সাধারণ সম্পাদক মুফতি এনামুল হক,সহ সভাপতি মাও আমজাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি মুফতি নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুফতি আলি হোসেন নূরি,মাও সুয়াইব আহমেদ, মাওলম সাদ সাহেব, মুফতি মুবার্শির, মাও কবির আহমেদ, মুফতি হারুন আল মুবারক, মাও শাহ আলম, মাও গোলাম কিবরিয়া, মাও শহিদুল ইসলাম, মাও মুজাহিদ ইসলাম প্রমূখ।