বিনোদন:
নাটক সিনেমায় বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী সাহেলা আক্তারের জন্মদিন আজ। জন্মদিন ঘিরে তেমন কোনো আয়োজন করছে না এই অভিনেত্রী। অভিনয় জগৎে আসার পরে বেশির ভাগ জন্মদিনই কাটাতে হয় সু্টিং স্পটে। এবারেও ভিন্ন কিছু থাকছে না।সুটিং স্পটেই থাকবেন সাহেলা আক্তার। বাসায়ও তার জন্মদিন উদযাপন করে তার পরিবার।
অভিনেত্রী সাহেলা আক্তার অভিনয় জগৎে আসার আগে ঢাকার হলিচাইল্ড পাবলিক স্কুল আ্যন্ড কলেজে গণিতের শিক্ষক হিসেবে চাকরি করতেন।
অভিনয় নিয়ে ব্যস্ত থাকার কারনে হারাতে হয়েছে তার চাকুরী। তার পরে সে আর অন্য কোনো পেশায় যুক্ত হওয়ার চেষ্টা করেন নি।অভিনয় টাকেই আকরে ধরেন। সেখান থেকেই আজকে তিনি এটাকে পেশা হিসেবে নিয়েছেন।
বর্তমানে তিনি সিঙ্গেল নাটক নিয়ে ব্যস্ত। নভেম্বরে সাদেক সিদ্দিকীর পরিচালনায় নতুন সিনেমায় কাজ করবেন এই অভিনেত্রী।
জনপ্রিয় এই অভিনেত্রী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সল্লাবাঈদ গ্রামের বিখ্যাত রক্ষনশীল পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম,ফকির মাজহারুল ইসলাম ও মায়ের নাম রাবেয়া ইসলাম। ফকির মাজহারুল ইসলামের ৬ সন্তানের মধ্যে সাহেলা আক্তার একমাত্র মেয়ে।
জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী সাহেলা আক্তার।
উপদেষ্টাঃ- পাভেল ইসলাম মিমুল
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম, নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ আশিক হাসান সীমান্ত, সহ বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭৮
♦️অফিস কার্যলয় ঠিকানাঃ শিবগঞ্জ, চাঁপাই-নবাবগঞ্জ, রাজশাহী।
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24