তৌসিফরেজা (সৈয়দপুর) নীলফামারী প্রতিনিধি:
জাতীয়শিক্ষাক্রমও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান)-এর বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ মিছিলটি শহরের জি আর পি চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়।বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির! আল্লাহু আকবর!’, ‘নারায়ে রিসালাত! ইয়্যা রাসুলুল্লাহ (দ.)’, ‘ইসলামের অপমান সইবে না রে মুসলমান’ স্লোগানে পুরো শহর প্রকম্পিত করে তোলেসমাবেশেসভাপতিত্বকরেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আজহার সুলতান রিজভী। বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম-উলামাগণ, যার মধ্যে ছিলেন মাওলানা গোলাম কাদের আশরাফী, শরিফুদ্দিন খান (সভাপতি, পৌর জামাতে ইসলামি), মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মুহতাসিম বিল্লাহ, মুফতি হামিদ জামাল কাদেরী, মাওলানা শাহিদ রেজা রিজভী। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তারিক আজিজ (আহ্বায়ক, জেলা যুবদল), পারভেজ আলম (সদস্য সচিব, জেলা যুবদল), এরশাদ হোসেন (সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল) অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুদ্দীন আশরাফী,ফারুক এমাদি খালিদ আজম আশরাফী,হায়দার আলী হায়দার এমাদি প্রমুখ।কর্মসূচিতেবিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন সামাজিক ও সুফিবাদী সংগঠন থেকে উপস্থিত ছিলেন নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, আঞ্জুমান এ আশরাফিয়া, আঞ্জুমান এ গাউসিয়া, সারকারে কাঁলা ফাউন্ডেশন, ইয়ুথ ফাউন্ডেশনসহ আরও অনেকে।জুমারনামাজেরপর শহরের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে মিছিলে যোগ দেন। মুহূর্তেই শহরের বাতাস গর্জে ওঠে ধর্মীয় স্লোগানে। ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “ইসলামের অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”বক্তারাসরকারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যারা ইসলামকে অবমাননা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামদ্রোহী শক্তিদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যদি দোষীদের শাস্তি না দেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”সৈয়দআসিফ আশরাফীর সঞ্চালনায় সমাবেশ শেষে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও ইসলামি মূল্যবোধ রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।এইপ্রতিবাদসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সতর্ক অবস্থানে। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24