জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে হিলডাউন সার্কিট হাউসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার মাত্র সাড়ে ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তারেকুল ইসলাম (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ‘চুইল্যা তারেক’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।কক্সবাজার থাকার জায়গাকক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।ভুক্তভোগী মার্কিন নারী এক ক্ষুদে বার্তায় পুলিশ সুপারকে পুরো ঘটনার বিবরণ দেন। বার্তায় তিনি জানান, সকাল ১০টার দিকে তিনি ও আরও এক নারী শহরের শহীদ সরণি দিয়ে হাঁটছিলেন। এ সময় তারা লক্ষ্য করেন, এক যুবক তাদের অনুসরণ করছে। বিষয়টি বুঝতে পেরে তারা হিলডাউন সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে পড়েন। এ সময় যুবকটি তাদের সঙ্গে কথা বলা শুরু করে এবং হঠাৎ পেছন থেকে ঝাঁপটে ধরে ভুক্তভোগী নারীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে দ্রুত পালিয়ে যায়।ক্ষুদে বার্তায় মার্কিন নারী অভিযুক্ত যুবকের শারীরিক বর্ণনাও দেন। তিনি জানান, ছেলেটি খাটো এবং হলুদ রঙের টি-শার্ট পরা ছিল। পুলিশ দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে মাত্র সাড়ে ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারীও তাকে শনাক্ত করেন।অভিযুক্ত তারেকুল ইসলাম কক্সবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে আগেও কক্সবাজার মডেল থানায় শ্লীলতাহানির মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24