লেখক: আশিক হাসান সীমান্ত
কোন কোন কষ্টের পেছনে নিজের দোষ থাকে না,
মাঝে মাঝে এমন একটা মানুষের জন্য মায়া জন্মে যায়,যে মানুষটা হয়তো আমার জন্য কোন কিছুই অনুভব করে না ...
মানুষটার জন্য মায়া যখন তীব্রভাবে বাড়তে থাকে,
নিজের অজান্তেই তখন আশা করতে শুরু করি—
ইসস! মানুষটাও যদি আমার জন্য একই রকম মায়া অনুভব করতো !এই আশা টুকু করাতে কোন ভুল নেই ...
তৃষ্ণার্ত মানুষ যেমন এক ফোঁটা জলের জন্য হাহাকার করে,
মানুষটার জন্যও এমন হাহাকারটুকু কেন জানি বুকের ভেতর থেকে এমনি এমনি চলে আসে !
প্রতি বেলার প্রার্থনাতে একমাত্র চাওয়া হিসেবে মানুষটার নাম যখন ঠোঁটে চলে আসে,
গালে তখন চিকচিক করতে থাকে—এক চিমটি কষ্ট আর এক সমুদ্র ভালোবাসা মেশানো এক ফোঁটা অশ্রু।
সেই অশ্রুর খোঁজ ঐ মানুষটা জানে না !
মানুষটার জীবন চলতে থাকে তার নিজস্ব পথে খুব স্বাভাবিক গতিতে।
আর ঐ দিকে আমার জীবনটা তার পথে এসে কেন জানি থমকে যায়।
অথচ এই থমকে যাওয়াতে তার কোন দোষ নেই।
তার দোশ নেই, দোষ নেই আমারও !
হয়তো এমন করেই আমার পথেও এসে কারো জীবন থমকে গিয়েছিলো!
আমি তাকে দেখেও দেখি নি,
আমি তার ডাক শুনেও শুনি নি!
আমার জন্য যে এক আকাশ সমান ভালোবাসার মেঘ নিয়ে অপেক্ষা করেছিলো,
তার বৃষ্টি আমাকে কখনো স্পর্শ করে নি!
তবে আমি কিভাবে আশা করতে পারি!
কিভাবে আশা করি, আমার চোখের বৃষ্টিতে এই মানুষটা আঙুল ছোঁয়াবে ?
তবুও বৃষ্টি ঝরতে থাকে!
তবুও প্রার্থনা থেমে থাকে না!
তবুও মায়া বাড়তে থাকে!
জীবনে যা চাই তার সব পাওয়া যায় না, এটাই সত্যি,
পাওয়াতে ঘাটতি থাকলে, থাকুক না!
একদিন অন্তত এইটুকু বলতে পারবো,
আমার চাওয়াতে কোন ঘাটতি ছিল না,
আমার ভালোবাসাতে কোন খাঁদ ছিলো না!
নিষ্পাপ চাওয়াতে কোন দোষ নেই,
নির্লিপ্ত মানুষটারও কোন দোষ নেই,
মায়ার জালে আটকে পড়া অসহায় মানুষটারও কোন দোষ নেই,
দোষটা ঐ মায়ার!
যে মায়া শুধু এক পাশে জন্মে, ঐ পাশেই রয়ে যায়, ধীরে ধীরে বাড়তে থাকে তীব্রভাবে! বাস্তবতার দেয়াল ডিঙ্গিয়ে কিছুতেই অন্য পাশটাতে পৌঁছাতে পারে না !
আর এটাই মায়ার জালে বাধা মানব জীবন।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24