Dhaka 9:50 am, Sunday, 20 April 2025
সর্বশেষঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত ময়মনসিংহের তারাকান্দায় দুই শিক্ষকের জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কবি আসাদ উল্লাহর কবিতা – জানে না বাউল উদাসী সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহীন সিদ্দিকী গংদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও’কে বিভ্রান্ত করার চেষ্টা কক্সবাজার – মহেশখালী নৌ রুটে প্রথমবার চালু টেকনাফ সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে আগুন শিবালয়ে জাফরগঞ্জ পোষ্ট অফিস ভবন পুনঃস্থাপন চায় এলাকাবাসী

কর্ণফুলীতে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় তিন দি‌নের সুন্নাতে ভরা ইজতেমা

  • Reporter Name
  • Update Time : 11:43:37 pm, Monday, 7 April 2025
  • 14 Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি আহমদ রেজা

কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলা‌দেশের উদ্যোগে আগামী ৩০ এপ্রিল, ১ও২ মে ২০২৫ইং বুধ- বৃহস্পতি শুক্রবার, চট্টগ্রাম কর্ণফুলী শিকলবাহা ক্রসিং মোড় সংলগ্ন পারাবিলে অনুষ্ঠিত হ‌বে তিন‌ দি‌নের চট্টগ্রাম বিভাগীয় এ ইজতেমা।

৩০ই এপ্রিল বুধবার সকাল দশটা থেকে শুরু হবে ইজ‌তেমা। শেষ হবে ২মে জুমাবার, জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে। ‌দেশ-বি‌দে‌শের বরেণ্য সুন্নি স্কলার, আলেমে দ্বীন ‌তিন‌ দি‌নের ইজতেমায় ইসলা‌মের মৌ‌লিক বিষয়, আকা‌য়েদ, আমল নি‌য়ে জ্ঞানগর্ভ বয়ান কর‌বেন। দেশের লাখো মুসল্লি এ ইজতিমায় যোগ দেবেন বলে আশা কর‌ছেন সং‌শ্লিষ্টরা। তিন দিনের সুন্নাতে ভরা এ ইজতেমার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী দক্ষিণ জেলার অফিস জিম্মাদার মুহাম্মদ ইব্রাহিম বিন নুর আত্তারী।।

পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামীর কয়েকশ নিজস্ব নিরাপত্তাকর্মী। এ ছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসলসহ প্রয়োজনীয় খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে।

দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি ও মজলিসে রুকনে শূরা মুহাম্মদ আবদুল মুবিন আত্তারী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী, বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী। সারাবিশ্বের মতো এ দেশে ২০১৫ সাল থেকে তিন দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হ‌চ্ছে।

ইজতেমায় কোরআন, সুন্নাহ, ইজমা-কেয়াসের ভিত্তিতে ইমান-আক্বিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে নামাজ পড়তে হবে, ইসলামের ফরজ, সুন্নাত, নফল এবাদত কীভাবে করতে হয় দালিলিক প্রমাণ দ্বারা হাতে-কলমে মুসল্লিদের শিখিয়ে দেওয়া হবে। ইসলাম শান্তির ধর্ম, শান্তির পথে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, জিহাদের নামে জঙ্গিবাদের যে স্থান নেই– এ বিষয়টি জনসাধারণকে সচেতন করে তুলতে কোরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনা হবে।

দেশের বরেণ্য মুবাল্লিগরা এখানে আলোচনায় অংশ নেবেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হবে। সারাদেশ থেকে ইজতেমায় লাখ লাখ আশেকে রাসুলের ঢল নামবে বলেও জানান তি‌নি।

দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (আন্তর্জাতিক বিভাগ) আলহাজ মুহাম্মদ কামাল আত্তারী বলেন, শুধু বাংলাদেশে নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ইজতিমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানি কাফেলায় বের হয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করে ইলমে দ্বীন প্রচার করবে এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Shahin Shahin

আরও দেখুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী রশিটান খেলা অনুষ্ঠিত

কর্ণফুলীতে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় তিন দি‌নের সুন্নাতে ভরা ইজতেমা

Update Time : 11:43:37 pm, Monday, 7 April 2025

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি আহমদ রেজা

কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলা‌দেশের উদ্যোগে আগামী ৩০ এপ্রিল, ১ও২ মে ২০২৫ইং বুধ- বৃহস্পতি শুক্রবার, চট্টগ্রাম কর্ণফুলী শিকলবাহা ক্রসিং মোড় সংলগ্ন পারাবিলে অনুষ্ঠিত হ‌বে তিন‌ দি‌নের চট্টগ্রাম বিভাগীয় এ ইজতেমা।

৩০ই এপ্রিল বুধবার সকাল দশটা থেকে শুরু হবে ইজ‌তেমা। শেষ হবে ২মে জুমাবার, জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে। ‌দেশ-বি‌দে‌শের বরেণ্য সুন্নি স্কলার, আলেমে দ্বীন ‌তিন‌ দি‌নের ইজতেমায় ইসলা‌মের মৌ‌লিক বিষয়, আকা‌য়েদ, আমল নি‌য়ে জ্ঞানগর্ভ বয়ান কর‌বেন। দেশের লাখো মুসল্লি এ ইজতিমায় যোগ দেবেন বলে আশা কর‌ছেন সং‌শ্লিষ্টরা। তিন দিনের সুন্নাতে ভরা এ ইজতেমার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী দক্ষিণ জেলার অফিস জিম্মাদার মুহাম্মদ ইব্রাহিম বিন নুর আত্তারী।।

পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামীর কয়েকশ নিজস্ব নিরাপত্তাকর্মী। এ ছাড়া মুসল্লিদের জন্য অজু, গোসলসহ প্রয়োজনীয় খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে।

দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি ও মজলিসে রুকনে শূরা মুহাম্মদ আবদুল মুবিন আত্তারী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী, বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী। সারাবিশ্বের মতো এ দেশে ২০১৫ সাল থেকে তিন দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হ‌চ্ছে।

ইজতেমায় কোরআন, সুন্নাহ, ইজমা-কেয়াসের ভিত্তিতে ইমান-আক্বিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে নামাজ পড়তে হবে, ইসলামের ফরজ, সুন্নাত, নফল এবাদত কীভাবে করতে হয় দালিলিক প্রমাণ দ্বারা হাতে-কলমে মুসল্লিদের শিখিয়ে দেওয়া হবে। ইসলাম শান্তির ধর্ম, শান্তির পথে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, জিহাদের নামে জঙ্গিবাদের যে স্থান নেই– এ বিষয়টি জনসাধারণকে সচেতন করে তুলতে কোরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনা হবে।

দেশের বরেণ্য মুবাল্লিগরা এখানে আলোচনায় অংশ নেবেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হবে। সারাদেশ থেকে ইজতেমায় লাখ লাখ আশেকে রাসুলের ঢল নামবে বলেও জানান তি‌নি।

দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (আন্তর্জাতিক বিভাগ) আলহাজ মুহাম্মদ কামাল আত্তারী বলেন, শুধু বাংলাদেশে নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ইজতিমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানি কাফেলায় বের হয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করে ইলমে দ্বীন প্রচার করবে এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবে।