গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি: শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও—এই দৃপ্ত শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার।
বুধবার (১ মে) সকালে কালিহাতী ট্রাক অফিসের সামনে থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য র্যালি, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন শ্রমিক ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদুজ্জামান তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সালাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য লুৎফর রহমান লেলিন।
এছাড়া পৃথকভাবে বে-সরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের কালিহাতী শাখার পক্ষ থেকেও র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন শাখার আহ্বায়ক আবুল কাশেম ও যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান লিটন। এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বাচ্চু, শ্রমিক নেতা রাজ্জাক ও রতন বাকশী প্রমুখ।
আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, মে দিবসের তাৎপর্য কেবল স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই দিন আমাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও সংগঠিত, সচেতন এবং সোচ্চার হওয়ার আহ্বান জানায়। তাঁরা ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24