
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কর্তৃক আয়োজিত এবং কিশোরগঞ্জ জেলা রাম নবমী উদযাপন কমিটি কর্তৃক পরিচালিত মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম চন্দ্রের আবির্ভাব তিথি মহা রাম নবমী উপলক্ষে ৩য় দিনের আলোচনা সভায় রাম নবমী উদযাপন কমিটির সভাপতি বাবু জীবন চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মাননীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শ্রী শ্রী কালিবাড়ির সভাপতি বাবু অসীম সরকার বাঁধন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ,কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল, গৌরাঙ্গ বিশ্বাস, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, কিশোরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিল মো: আরিফুর ইসলাম আরজু, মহিলা ঐক্য পরিষদ এর সভানেত্রী চন্দ্রা সরকার, হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সজিব কুন্ডু তপু, সাধারণ সম্পাদক নিলয় পাল আদর, সাংগঠনিক সম্পাদক উৎপল ভৌমিক অর্থ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, বাবু অসিত সাহা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও চিত্রা অংকন প্রতিযোগিতার প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরন সহ পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এবং আগত প্রধান অতিথি সহ অন্যআন্য অতিথিদের মাঝে (গীতা) বিতরণ করা হয়।