রফিকুল ইসলাম রফিক,, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের উলিপুর কে সি রোড সংলগ্ন পেট্রোল পাম্পের দক্ষিণে লোকমান ডাঃ এর ডায়াগনস্টিক সেন্টারের উত্তর দিকে এ্যাডভোকেট মোঃ সাদেক আলী র বাসভবনে। এই বাসভবনের ওয়াল ঘেঁষে উত্তরের বাড়ীটি বর্তমান দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লীয়াকত আলীর। এই দু’জনের মধ্যে বাড়ীর দেয়াল নিয়ে দীর্ঘ দিন থেকে অভিযোগ পাল্টা অভিযোগ চলে আসছে। অভিযোগের মধ্যেই চেয়ারম্যান লীয়াকত আলী ছাদ ঢালাই রাড়ী করতে গেলে যত সমস্যার উৎপত্তি হয়। একে অপরের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন কৌশলে দোষারোপ করতে থাকে। অভিযোগ থানা, মেয়র পর্যন্ত গড়িয়ে যায়। দু’পক্ষ-ই অশান্তির আগুনে জ্বলতে থাকে। ঘটনা মোড় নেয় অন্যদিকে।সাদেক আলীর পক্ষে মেয়র বরাবর অভিযোগ দায়ের করা হয়। এখনও শুরাহার কোন চিহ্ন নেই।০২পক্ষে দৌড়ঝাপ চলছে।লীয়াকতের পক্ষ থেকে মীমাংসার আগেই বাড়ীর ছাদ পেটানো হয়েছে মর্মে গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। চেয়ারম্যান লীয়াকতের পক্ষ থেকে আমার জায়গা যেখান থেকে আমি সেখানেই বাড়ী করিয়েছি মর্মে ভুক্তভোগী লীয়াকত জানিয়েছে। পৌরসভা উলিপুরের পক্ষ থেকে মীমাংসার জন্য দু’পক্ষকে ডেকেছেন বলে সাদেক আলীর পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে অনেকে জানিয়েছেন সাদেক আলীও লীয়াকতের দীর্ঘদিন ধরে দু পক্ষের মধ্যে বাড়ির দেয়াল নিয়ে বিরোধ চলছে,কয়েক বার বসলে ও সমাধান হয়নি। দু’পক্ষকে প্রশাসন শান্ত থাকতে বলেছেন মর্মে জানানো হয়েছে।বাড়ী উত্তোলনের পর প্রশাসনের দারে দারে এ্যাডভোকেট মোঃ সাদেক আলী ঘুরছেন বলে উকিলের পারিবারিক সূত্রে জানিয়েছেন। জায়গার জন্য এ্যাডভোকেট মোঃ সাদেক আলী হয়রানি হচ্ছেন বলে মত প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার গনমানুষ গণ্ডগোলের জায়গা শর্ট আছে মর্মে মত প্রকাশ করেছেন।