চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন কালপুর ও এক নম্বর কাঞ্চন তলা ঘাটে নদী ভাঙ্গন হয়েছে।
স্থানীয় লোকজনের বক্তব্য, নদীতে অবৈধ কাঁপা জাল দিয়ে মাছ ধরার জন্য ও বালু উত্তোলনের জন্য নদী ভাঙ্গন হয়েছে। চার নাম্বার ওয়ার্ড এর সাবেক ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ তরিকুল ইসলাম এর পিতা মোঃ তৈমুর মোড়ল এ জাল বন্ধ করার জন্য অনুরোধ করলে তাকে বিভিন্ন ধরনের হুমকি হামকি প্রদান করে । বিভিন্ন সূত্রে জানা যায় কাঁপা জল ব্যবহারকারীরা জাল বন্ধ না করাই তৈমুর মোড়ল ও স্থানীয় লোকজন তাদের কাঁপা জল কেটে দেয়।
কাঁপা জাল ব্যবহারকারী ক্ষিপ্ত হয়ে নদীতে আবার মাছ ধরার জন্য আসলে তারা বিভিন্ন ধরনের অস্ত্র ও রেললাইনের পাথর সহ নদীতে মাছ ধরতে নামে এবং যাদের প্রত্যেক সম্পত্তি নদীতে ভাঙ্গন হয়েছে এরা বাধা দিতে আসলে রেললানের পাথর দিয়ে আঘাত করে।
গোপন সূত্রে জানা যায়, নদীতে জল নামানোর আগে গোমস্তাপুর থানা পুলিশের কাছে জাল ব্যবহারকারী তৈমুর মোড়ল ও সাবেক ইউনিয়ন পরিষদ মোঃ তরিকুল ইসলামের নামে অভিযোগ করে এসেছে।
আরো আসছে দ্বিতীয় পর্বে...…..
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24