মোঃ তুহিন, (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শুরু হয়েছে বোরো মৌসুমের ধান ঘরে তোলার প্রক্রিয়া। মাঠজুড়ে এখন ধান কাটার ব্যস্ততা, কৃষক ও শ্রমিকরা সকাল-সন্ধ্যা পরিশ্রম করে জমি থেকে সোনালী ধান ঘরে তুলছেন। কেউ ধান কাটছেন, কেউ তা পরিবহণ করছেন আবার কেউ মাড়াই কাজে ব্যস্ত রয়েছেন।
উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃষক আব্দুল হালিম জানান চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় ধান কাটার কাজে কোনো বিঘ্ন ঘটেনি। একই সঙ্গে শ্রমিক সংকট না থাকায় সহজেই ফসল ঘরে তুলতে পারছেন তাঁরা। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূল থাকলে এবার বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়া যাবে ।অপরদিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা জানায় গত ১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে শিলা বৃষ্টি কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু নায্য দাম পেলে সেই ক্ষতি কিছুটা কম হবে বলে জানান তারা I
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গোমস্তাপুরে মোট ১৪,৭২৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে উফশী জাতের ধান ১৫ প্রকার এবং হাইব্রিড জাতের ধান ৭ প্রকার ধান রোপণ করা হয়েছে।
উল্লেখযোগ্য উফশী জাতের ধানের মধ্যে রয়েছে—জিরাশাইল, ব্রিধান-৩৬, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২, ব্রিধান-২৯, ব্রিধান-১০২ ইত্যাদি। অপরদিকে হাইব্রিড জাতের মধ্যে জনকরাজ, সংকর, ন্যাশনাল-১, ময়না, টিয়া, এসএলএইটএইচ ও পারটেক্স-৩ এর চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, “চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছি যাতে তারা তাদের কষ্টের ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারেন।
উপজেলার কৃষি বিভাগ ও কৃষক সমাজের প্রত্যাশা, এ বছর ধানের ভালো ফলনের পাশাপাশি বাজারেও ন্যায্যমূল্য নিশ্চিত হলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24