মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর থানাধীন গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় ১৮মার্চ এ বিশেষ মাদক বিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ২ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোছাঃ হামিদা বেগম (৪৪), স্বামী: মৃত হারেজ মিয়া, পিতাঃ মৃত আলী আহম্মদ
২. রাবিয়া খাতুন (৪৭), স্বামী: মোঃ আম্বর আলী, পিতাঃ মৃত শমসের আলী
উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামে।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি। অভিযানে সহযোগিতা করেন পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।
এই গ্রেফতার অভিযানটির ফলে মাদক চোরাচালান রোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে এবং মাদক বিরোধী প্রচারণায় আরও শক্তিশালী বার্তা পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এদিকে, মাদক নিয়ন্ত্রণের জন্য নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সমাজের সর্বস্তরের নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24