চট্টগ্রাম নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা আইনজীবিদের ভোটা অধিকার হরনের প্রতিবাদে অদ্য ১৬ এপ্রিল রোজ বুধবার সাধারণ আইনজীবি কর্তৃক নিরব প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবছর নির্দিষট সময়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও এই বছর বি এন পি জামাত পন্থী আইনজীবীদের হিংস্রতার স্বীকার সাধারন আইনজীবীগন এবং নির্বাচন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় অংশ গ্রহনে ও বাধাদান করেন। যা ১৩২ বছরের সুরূপা ভাঙলো বিএনপি ও জামায়াতের আইনজীবীরা। তারা নিজেরা নিজেরদের মতো করে অটো কমিটি গঠন করে। যা চট্টগ্রাম বারের ইতিহাসে কালো অধ্যায় বলে আখ্যায়িত করেন সাধারণ আইনজীবীরা । তাই আজ সারাদিন কর্মসহলে সাধারণ আইনজীবীরা কালো মাক্স পরিধান করে তিব্র নিন্দা জানিয়ে নিরব প্রতিবাদ ও ধিক্কার জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24