চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে চাঁপাইনবাবগঞ্জে সংসিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জণ রায় পোদ্দার।রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জণ রায় পোদ্দার বলেন, একজন শিক্ষার্থীর আগামী নির্মিত হয় প্রাথমিক বিদ্যালয়ে। সেদিক বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলীসহ অনান্যরা।মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সংসিষ্ট দপ্তরের কর্মকর্তরা অংশ নেন। একই দিনে বিকালে শিবগঞ্জ উপজেলার চাতরা সরকারী প্রাথমিক বিদ্যালয়,শ্যামপুর বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন।এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। সবশেষে উপজলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24