প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১০:৩৮ পি.এম
শিবালয়ে জাফরগঞ্জ পোষ্ট অফিস ভবন পুনঃস্থাপন চায় এলাকাবাসী
![]()
শাহীনুর রহমান, শিবালয় প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জে পোষ্টঅফিস ভবনের পুনঃস্থাপন চায় এলাকাবাসী।সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে উপজেলা প্রশাসন শিবালয় এর মাননীয় ইউএনও মহোদয়ের নিকট জাফরগঞ্জবাসীর পক্ষে দাবী জানিয়ে বলেন, প্রায় দুইশত বছর পুর্বে বৃটিশরা জাফরগঞ্জে পোষ্ট অফিস স্থাপন করেছিলো। টিনের ঘরে পোষ্ট অফিসের কার্যক্রম পরিচালিত হতো।
৯০ দশকের শুরুতে পুরোনো টিনের ঘর ভেঙে পোষ্ট অফিসের পাকা ভবন নির্মিত হয়। ২০০৯ সালে জাফরগঞ্জ পোষ্ট অফিসের পাকা ভবন নদীগর্ভে বিলীন হয়।
গত ১৬ বছরে পোষ্ট অফিস ভবন পুনঃস্থাপনের কোন উদ্যোগ জনপ্রতিনিধিদের পক্ষে থেকে কেউ গ্রহন করেনি। তথ্যপ্রযুক্তির যুগে পোষ্ট অফিসের মাধ্যমে চিঠি পত্রের আদান প্রদান কমে গেলেও পোষ্ট অফিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। সরকারি বিভিন্ন দাপ্তরিক কাজ কর্ম চাকুরির আবেদন পত্র পাঠানো সরকারি সঞ্চয় পত্র খোলা ও ভাঙানো সহ বিভিন্ন গুরুত্বপুর্ন কাজ পোষ্ট অফিসের মাধ্যমেই করতে হয়। পোষ্ট অফিসের নির্দিষ্ট ভবন না থাকায় এলাকাবাসীকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তাই সকল গুরুত্ব বিবেচনায় নিয়ে জাফরগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় পোষ্ট অফিসের ভবন নির্মানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে
ইউএনও মহোদয়ের নিকট উদাত্ত আহবান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24