নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক দিবর দীঘিতে অনুষ্ঠিত সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ সভাপতি এবং দৈনিক বাংলা ও নিউজবাংলা ২৪ডট. কম এর নওগাঁ প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।এ ছাড়া নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে আশরাফুল ইসলাম নয়ন (বাংলা টিভি ও দৈনিক আজকালের খবর) ও সরদার উত্তাল মাহমুদ (এশিয়ান টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আব্বাস আলী (এখন টিভি ও দৈনিক আলোকি বাংলাদেশ ) ও এনআর খোরশেদ আলম রাজু (দৈনিক রুপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন (দৈনিক স্বাধীন সংবাদ), দপ্তর সম্পাদক মাহবুব হাসান মারুফ (দৈনিক কাগজ), প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন (দৈনিক ভোরের আকাশ), কোষাধ্যক্ষ ইয়াসিন আহম্মেদ (দৈনিক দেশের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন (দৈনিক আজকের বসুন্ধারা), আজাদুল ইসলাম আজাদ (ডেইলি নিউ নেশন ও দৈনিক ইত্তেফাক), আব্দুর রহমান রিজভী (সম্পাদক, প্রজন্মের আলো), মাজেদুর রহমান লিটন (দৈনিক স্বাধীন মত), তুহিন রেজা (দৈনিক অগ্রসর), রাকিব রায়হান (বাংলা ভিশন, ডিজিটাল ), আব্দুল মান্নান (সময়ের কণ্ঠস্বর ও দৈনিক তৃতীয় মাত্রা) নির্বাচিত হয়েছেন।এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন এবং সদস্য এবিএম রফিকুল ইসলাম রফিক ও আজাদুল ইসলাম আজাদ।১৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি নওগাঁর উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ এ পেশার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। মানুষের কথা বলা। মানুষের সমস্যা, জেলার নানা অসঙ্গতি অনিয়ম-অবিচার তুলে ধরা। এবং পেশায় মাধ্যমে জনসেবা ও সমাজকল্যাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। অন্যদিকে সত্য-বস্তুনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন এবং ন্যায়ের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ঝুঁকি থাকলেও দায়বদ্ধতার জায়গা থেকে পেশাকে এবং আজীবন সাংবাদিকতায় স্বতশ্চল থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24