আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬ তম জন্ম বার্ষিকী ও ঝালকাঠির সাংস্কৃতিক সংগঠন কবিতাচক্রের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিনটিকে কেন্দ্র করে ঝালকাঠির রাজাপুরে আজ (১৭ ফেব্রুয়ারি) কবির জন্মভূমির সংগ্ৰহশালা ও পাঠাগার, ধানসিঁড়ি নদীর তীরে সাংস্কৃতিক সংগঠন কবিতা চক্রের উদ্যোগে ও ছালমা শিল্পীগোষ্ঠীর সহযোগিতায় আলোচনা সভা, কবির কবিতা আবৃত্তি , স্বরচিত কবিতা আবৃত্তি ও গান-সহ নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই ও সাংবাদিক আলমগীর শরীফ জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী ও কবিতা চক্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। এ দিকে আয়োজিত অনুষ্ঠানে শিমুল সুলতানা হ্যাপি ও হৈমন্তী শুক্লার সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন, রিয়াজ আহসান রুবেল, আলমগীর শরীফ, জহিরুল ইসলাম বাদল, বিজন বেপারী, বাউল ছালমাসহ অনেকে, আলোচনা সভায় বক্তারা রাজাপুরে নিয়মিত জীবনানন্দ দাশের উৎসব উদযাপনের জন্য সাংস্কৃতিক সংগঠন কবিতা চক্র ও জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান। আল আমিন বাকলাই'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও রাহুল চন্দ , উদ্ধোধন স্কুলের প্রধান শিক্ষক , বিশিষ্ট কবি আনিসুর রহমান পলাশ ও কবি সেলিম আহমেদ। সহযোগিতায় ছিলো ছালমা শিল্পীগোষ্ঠী ও সংশপ্তক। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক ব্যাক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24