আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় ২১ এপ্রিল- ২০২৫ ইং সোমবার ১১ টার দিকে খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে ঘন্টা ব্যপি এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করে স্থানীয় গ্রাহকরা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, রাকিব হোসেন ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় একাধিক ব্যবসায়ীও আমজনতা। বক্তরা বলেন, আমাদের বিদ্যুৎ বিল একমাসের সাথে অন্য মাসের কোন মিল থাকে না ইচ্ছে মতো বিল তৈরি করে। এছাড়াও নানা ধরনের চার্জ ডিমান্ড চার্জ মিটার ভাড়া আরও কতগুলো চার্জ যেগুলো আমরা বুঝিও না। আমরা টাকা দিয়ে মিটার ক্রয় করে সেই মিটার ভাড়া কেন দিব। আমরা এর সুষ্ঠু সমাধান চাই এই ভুতুড়ে বিল থেকে মুক্তি পেতে চাই। এবিষয়ে পরিত্রাণ পেতে পল্লি বিদ্যুতের উর্ধতন কর্মকর্তাদের সহ রাষ্ট্রের নীতি নির্ধারকদের আসু হস্তক্ষেপ কামনা করছেন গ্রাহকরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24