জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফ ২৬ফেব্রুয়ারি দুপুর আড়াই টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান(পিএসসি) জানান,দায়িত্বপূর্ণ টেকনাফ সদর ইউপির ছোট হাবিবপাড়ার হাবিবছড়া গ্রামের জিয়াবুলের বাড়ির আঙ্গিনার এবং অন্যান্য অজ্ঞাত স্থানে মাটির নিচে লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ দলকে কে-নাইন ইউনিটের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরসহ অভিযান পরিচালনার জন্য মোতায়েন করেন। এ সময়, সাবরাং বিওপির একটি টহল দলকেও উক্ত অভিযানিক দলটির সহায়তার জন্য প্রেরণ করা হয়। বিজিবির সদস্যরা মাদকারবারির বাড়ীটি এবং তৎসংলগ্ন একটি দোকানকে ঘিরে রেখে ঝটিকা অভিযানে পরিচালনা শুরু করে। দীর্ঘ ২ঘন্টা ব্যাপক তল্লাশী চালিয়ে বিকাল সাড়ে ৪টারদিকে বিকাল সাড়ে ৪টারদিকে উক্ত বাড়ির বিভিন্ন স্থান হতে ছোট হাবিব পাড়ার রশিদের পুত্র আাব্দুল আমিন (১৯) এবং মৃত মোহাম্মদ ইসমাঈলের পুত্র মোঃ সোলেমান হোসেন (২৩) কে আটক করে জিজ্ঞাসাবাদ পূর্বক ৪০হাজার পিস ইয়াবা এবং ২৩কেজি গাঁজা উদ্ধার করা হয়।টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, আটক আসামীদের জব্দকৃত ইয়াবা এবং গাঁজাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধী।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24