
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কান্জর পাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে ইউছুপের ইয়াবা নিয়ে বাড়ির কাজের মেয়ে প্রতিবন্ধী আমেনা বেগম হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক হয়।
প্রতিবন্ধী আমেনা বেগম জানেনা ইয়াবা কি জিনিস? শুধু মাত্র নতুন কাপড় কিনে দিবে প্রতিশ্রুতি দিয়ে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল ইউছুপের চালাক স্ত্রী।তবে মাঝপথে বিজিবি চেকপোস্টের আগে ইউছুপের স্ত্রী ও আমেনা বেগম গাড়ী থেকে নেমে যায়।পরে ইউছুপের স্ত্রী প্রতিবন্ধী আমেনা বেগম’কে বলে তুমি আগে যাও আমি একটা কাজ সেরে তোমার পেছনে-পেছনে আসতেছি, এমন কথা বলে ছিটকে পড়ে ইউছুপের চালাক স্ত্রী।
পরে চেকপোস্ট পার হওয়ার সময় বিজিবি’র হাতে আটক হয় আমেনা বেগম। এলাকার মানুষের দাবি,প্রতিবন্ধী আমেনা বেগম’কে সরলতার সুযোগ নিয়ে যারা বা যেসব ইয়াবা কারবারিরা যেভাবে ফাঁসিয়েছে?তাতে কান্জর পাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে ইউছুপ ও তার চালাক স্ত্রী জড়িত। প্রকৃত মাদক কারবারি ইউসুপ ও তার স্ত্রী’কে চিহ্নিত করে আইনের আওতায় আনা হওক,এমনটাই দাবী আমেনা বেগমের পিতা-মাতা ও এলাকাবাসীর।