এজি লাভলু:
ঢাকাস্থ এসএসসি-৯৯ রংপুর বিভাগ গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২২ মার্চ শনিবার, উত্তরার “হোটেল মেরিনো” তে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ এসএসসি-৯৯ রংপুর বিভাগের ৮টি জেলার অসংখ্য বন্ধুরা।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব হুমায়ুন খোকন (গাইবান্ধা জেলা)।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ এসএসসি-৯৯ রংপুর বিভাগের ৮টি জেলার অসংখ্য বন্ধু অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম আলহাজ্ব মোঃ হুমায়ুন খোকন, মোঃ সাজু আহমেদ, মোঃ হাল্লাজ চৌধুরী, নূর ইসলাম, মোস্তাক আহমেদ, আনিসুর রহমান আনিছ, রাসেল, লিয়াকত আলী, মোফাজ্জল, ফরিদ, গোলাম মোস্তফা, সজিব, আকতার হোসেন, মমিনুল ইসলাম, হাসান, ইমরুল ইসলাম শুভ, আরফান, আব্দুল্লাহ আল মামুন, সুজন, রিয়াদ, রাজা, ফয়সাল সালেহিন, সিফাত আলমগীর সহ অনেকে।
ঢাকাস্থ এসএসসি-৯৯ রংপুর বিভাগ গ্রুপটি মূলত খোলা হয়েছে বৃহত্তর রংপুর বিভাগের ৮টি জেলার যে সকল বন্ধুরা চাকুরী বা ব্যবসার সূত্রে ঢাকায় বসবাস করে তাদের জন্য পারস্পারিক যোগাযোগর মাধ্যম হিসেবে। যাতে বিপদে-আপদে একে অপরের সহযোগিতায় আসতে পারে। ভবিষ্যতে আরও বড় করে ঢাকাস্থ এসএসসি-৯৯ রংপুর বিভাগের উদ্যোগে একটি গেট-টুগেদারের আয়োজন করা হবে। আমরা এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে কোনো ভেদাভেদ বা দূরত্ব চাই নাই, ৯৯ মানে আমরা সবাই। আমরা সবসময় বন্ধুদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই।
অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের মাগফেরাত কামনা ও অসুস্থ বন্ধুদের দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24