সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :
রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষ থানায় মিথ্যা মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীর অভিযোগ,বাদির কাছে থেকে পুলিশ আর্থিক সুবিধা নিয়ে কোনো তদন্ত কাগজপত্র ডকুমেন্টস ছাড়াই মামলা গ্রহণ করেছে বলে জানা জায়।
জানা গেছে, উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) শিমুল পুকুর গ্রামে জেল নম্বর ১০১ মৌজা নবনবী,আরএস খতিয়ান নম্বর ১৮৪, দাগ নম্বর ১৯৯, শ্রেণী পুকুর পাড় ও ভিটা, পরিমান ২ একর ২৩ শতক। পৈতৃক সুত্রে এসব সম্পত্তির মালিক রাজশাহীর চন্ডিপুর কদমতলা মহল্লার মৃত জাহানারা বেগমের পুত্র জহুরুল ইসলাম। তার নামে জমির খাজনা-খারিজ চলমান রয়েছে। এদিকে জহির পরিবারসহ রাজশাহী শহরে বসবাস করেন। তার জায়গায় জমি দেখভালের অভাবে সরকারি খাস জায়গা মনে করে ওই জায়গায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠিসহ বেশ কয়েকটি বসতঘর করে বসবাস শুরু করে। এমতাবস্থায় বিষয়টি জানার পর জমির কাগজপত্র নিয়ে গিয়ে জহির তাদের জমি ছেড়ে দেয়ার কথা বলেন। উক্ত বসবাস কারীগন খোজ খবর নিয়ে জহিরের কাছ থেকে বেশ কয়েকটি পরিবার টাকা দিয়ে বসবাস করা জমি কিনে রেজিষ্ট্রি করেছে। এখানো তারা জমি নিচ্ছেন এবং আদিবাসীদের কবর স্থান তিনি বিনামূল্যে দান করেছেন। কিন্ত্ত রোজিফা বেগম নামের মহিলা হঠাৎ জহিরের পরিত্যক্ত বাড়িতে আবির্ভাব। বিগত দিনে উক্ত এলাকায় ঐই মহিলাকে বিগত কেউ দেখেনি। রোজিফা জমি ছাড়তে অস্বীকার করছে,আবার কিনেও নিচ্ছেন না। এদিকে রোজিফা বেগমকে জমি ছাড়তে বলায় সে জমি তো ছাড়েইনি তার কন্যা বকুল খাতুনকে দিয়ে উল্টো জমির মালিক জহিরের বিরুদ্ধে কাগজ পত্র ডকুমেন্টস ছাড়া মামলা ঠুকে দিয়েছেন। এ বিষয়ে জহির বলেন পুলিশ অভিযোগের তদন্ত না করে আমাকে থানায় ডাকে রাজশাহী জেলার তানোর থানায় এস আই নাজমুল তার মুঠোফোনে ওসি সাহেব আপনার কাগজ দেখবে আপনি আসেন এই কথায় জহির কে থানায় ডাকেন। ৪-২-২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮-৫০ মিনিটে জহির নিজে কাগজ নিয়ে থানায় যায় কিন্তু কাগজপত্র না দেখে এবং ওসি সাহেবের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি এস আই নাজমুল,বিভিন্ন তাল-বাহানা করে মধ্যে রাতে পর্যন্ত থানায় বসিয়ে তার বিরুদ্ধে ডকুমেন্টস বাড়ির কাগজ পত্র ছাড়া ১১ টা ধারা দিয়ে মিথ্যা মামলা রেকর্ড করেছে এবং উক্ত থানার সিসি ফুটেজ দেখার দাবি করেছেন জহির।এবিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম জহির আরো বলেন, ওই জায়গার সমস্ত কাগজপত্র তার কাছে রয়েছে।কিন্ত্ত রোজিফা বেগমের বাড়ি না তাকে আমি চিনিনা বা উক্ত এলাকায় আমি বা কেউ আগে দেখেনি। বাড়ি জায়গা ছাড়তে বলায় এস আই নাজমুল আমার সঙ্গে ষড়যন্ত্র করেছে। সে তার কন্যাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে এবং বকুলের পিতা বাবলু নারী পাচার কারীর সদস্য সে সৌদি আরবে অনেক মেয়ে মানুষ পাঠিয়েছেন এবং মুসলিম রাষ্ট্রে শাপলা নামের সরকার পাড়ার হিন্দু মেয়েকে জাল কাগজ পত্র তৈরী করে সৌদিআরবে পাঠিয়েছে। এবং এবিষয়ে রোজিফা বেগম বলেন,এটা সরকারি খাস জায়গা তিনি প্রায় ১৫ বছর যাবত এখানে বাড়ি করে বসবাস করছেন। তিনি বলেন,ইতমধ্যে জহির ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানি করেছেন এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এ নিয়ে তানোর থানার এসআই নাজমুলের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24