ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আজ ৮এপ্রিল মঙ্গলবার বেলা ২ঘটিকায় তারাকান্দা উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা গ্রামের ৮মাসের অন্তঃস্বত্তা এক প্রতিবন্ধী গৃহবধুকে বসত ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্ঠার অভিযোগে করা মামলার আসামি সাইদুল ইসলাম কে গ্রেফতার ও ফাঁসীর দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে এলাকার আপামর জনসাধারণ সহ নারীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য যে,ইতিপূর্বে ধর্ষণের চেষ্ঠার সময় আহত অন্তঃস্বত্তা গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জানা গেছে,বিগত ৩এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১ টার দিকে প্রতিবন্ধী গৃহবধুর স্বামী সেলিম মিয়া ঐ গৃহবধূকে ঘরে একা রেখে বাড়ীর পাশের দোকানে টিভিতে ছবি দেখতে যায়।এই সুযোগে প্রতিবেশী কাজিম উদ্দিনের পুত্র সাইদুল ইসলাম,সেলিম মিয়ার বসত ঘরে প্রবেশ করে তার ৮মাসের অন্তঃস্বত্বা ঐ প্রতিবন্ধী গৃহবধূকে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।এ সময় গৃহবধূর ডাক চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসে।লোকজনের সাড়া পেয়ে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় অভিযুক্ত সাইদুল।সাইদুলের ধ্বস্তাধ্বস্তিতে আহত গৃহবধূর জরায়ুমুখে রক্তপাত শুরু হলে সকালবেলায় ঐ গৃহবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা।
এ ব্যাপারে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে ময়মনসিংহ এর তারাকান্দা থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০৪ এপ্রিল, ২০২৫; জি আর নং-৬২, তারিখ- ০৪ এপ্রিল, ২০২৫; সময়- ০০.০৫ ঘটিকা ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০); তৎসহ 143/447/323/307/506/34 The Penal Code, 1860; আসামী ০৩ (তিনজন) অজ্ঞাত বেশ ক'জন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. টিপু সুলতান জানান যে,অসৎ উদ্দেশ্য চরিত্রার্থ করার জন্য সাইদুল ঐ গৃহবধূর ঘরে প্রবেশ করে।খাঁটে ধ্বস্তাধ্বস্তি করার সময় আহত হয় গৃহবধূ।এ সময় ঐ গৃহবধূর ডাক-চিৎকারে ঘর থেকে সাইদুল পালিয়ে যায়।এ নিয়ে সকালে স্থানীয় গণ্যমান্য লোকজন মিটমীমাংসার চেষ্টা করেছে এক পর্যায়ে বাগবিতন্ডা মারামারি হয়েছে বলে শুনেছি।অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইদুলের বড়ভাইকে আমরা হেফাজতে এনেছি।ভিকটিম গৃহবধূর বাবার সাথে কথা হয়েছে।তিনি মেয়ের চিকিৎসার স্বার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।আমরা সাইদুলসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের সর্ব্বোচ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে ভিকটিমের চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষা নিরিক্ষা সম্পন্ন হয়েছে।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী সহ অবিলম্বে ধর্ষণের অভিযুক্ত আসামি সাইদুলসহ বাকি আসামীদের কে ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার জন্য কঠোর হুশিয়ারি প্রদান করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আসাদুল হক মন্ডল সহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24