
মোহাম্মদ নূরুজ্জামান সরকার বকুল
ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ইউনিয়ন কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২মে(শুক্রবার)বিকাল ৩টা ঘটিকায় তারাকান্দা উপজেলার ২নং ওয়ার্ডের মধুপুর আলিয়া মাদ্রাসা মাঠের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।তিনি সম্মেলনের উদ্ভোধন করেন।
ময়মনসিংহ(উঃ)জেলার একমাত্র যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ১৪৭,ময়মনসিংহ-২ হতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন,দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হলো গণ মানুষের দল বিএনপি,দৃশ্যমান ও অদৃশ্য শক্তির মোকাবিলা করতে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই সতর্ক সংকেত দিয়েছেন,আসলে হচ্ছেও তাই কেউ বিএনপিকে আর ষড়যন্ত্র করে থামাতে পারবে না। জনগণের সহায়তা ও সমর্থন নিয়ে এগিয়ে যাবে।যদি কেউ দেশ ও জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র করে তবে বিগত দিনে সরকার কে হটিয়েছে তাদের পরিনতি তেমনি হবে। অন্তঃবর্তী অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে বলেন,জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিএনপি আপনাদের শর্তহীন সমর্থন দিয়েছে।অভিলম্বে নির্বাচন না দিলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন,এই শর্তহীন সমর্থন আর শর্তহীন থাকবেনা।স্থানীয় সরকার নির্বাচন হবে নতুন সরকার ঘঠন করার পর।
সভাপতির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন-আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আ‘লীগ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি।প্রয়োজন হলে আবারও আমরা আন্দোলন সংগ্রামে অংশ নেব।জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনাব তারেক রহমানই দেশের উন্নয়ন করবেন আমরা এটাই বাংলাদেশের মানুষের চাওয়া।
তারাকান্দা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর তারাকান্দা উপজেলার যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক আর্মি,মোখলেছুর রহমান আকন্দ,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,শহিদুল ইসলাম মন্ডল,রাকিব তালুকদার, আশরাফুল ইসলাম মন্ডল,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক,ছাইদুল ইসলাম মন্ডল,সদস্য সচিব আমির হোসেন স্বপন,শ্রমিক দলের আহবায়ক, পাভেল মন্ডল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকিসহ বিএনপির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে,জুম্মার নামাজ শেষেই তারাকান্দা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির কর্মী সমর্থকগণ তাদের নিজ নিজ নেতার পক্ষে ব্যানার ফেস্টুন বাদ্যযন্ত্র বাজিয়ে বিশাল মিছিলসহ যোগদান করেন।এক সময় কর্মী সমাবেশটি মহা সমাবেশে পরিনত হয়।তারাকান্দা ইউনিয়নের সম্মেলনের মধ্য দিয়ে ১০টি ইউনিয়ন বিএনপির সম্মেলনের সমাপ্তি হলো।