আব্দুস সামাদ,
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ-
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত বেষ্টিত দহগ্রাম ইউনিয়ন নিয়ে বর্তমান উদ্ভুত পরিস্থিতি, বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল শুক্রবার ৩১ (জানুয়ারী) সকাল ১১টায় দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদক রেজানুর রহমান রেজা প্রেসক্লাব পাটগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ। উক্ত মতবিনিময় সভায় রেজা বলেন দহগ্রাম ভারত বেষ্টিত সেখানে যাতায়াতের একমাত্র পথ তিনবিঘা করিডোরের দশ ফিটের রাস্তা। তারপরও আন্তর্জাতিক সীমানা আইন লংঘন করে ভারত সেখানে জিরো লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে এবং সেই বেড়ায় ঝুলিয়ে রেখেছে মদের বোতল। এখন আবার বিজিবির বাধা উপেক্ষা করে সেই কাটা তারে বাধছে বাঁশের বাতা। বিএসএফ এর এসব উস্কানিমূলক তৎপরতা শীঘ্রই বন্ধ করা প্রয়োজন। এছাড়াও তিস্তা নদীর উজানে ভারতের গজলডোবায় স্পার্ক নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ পথে বাধা সৃষ্টি হওয়ায় নদী ভাঙন বাড়ছে আর বর্ষায় প্রতি বছর বন্যার কবলে পড়ছে দহগ্রামের মানুষ। দহগ্রাম সীমান্তের এ সকল সমস্যার কথা যাতে আগামী ১৭ ফেব্রুয়ারী দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে যে বৈঠক সেখানে দহগ্রামবাসীর সকল সমস্যার কথা তুলে ধরতে বিজিবির উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দের সাথে দহগ্রামবাসীর মতবিনিময় করা প্রয়োজন বলে দহগ্রামবাসী মনে করে। দিল্লির ওই বৈঠকে দহগ্রামের মৌলিক সমস্যা গুলো যাতে তুলে ধরা যায় সে বিষয়ে রেজা তার মতামত ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24