সাইফুল ইসলাম, উলিপুর ঘুরে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্নীতির শীর্ষে থাকা কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালিফ মন্ডল।
তিনি সাবেক এমপিদের ক্ষমতা বলে দীর্ঘ সাড়ে ৩ বছর নিয়ম বহির্ভূত ভাবে একই চেয়ারে অবস্থান করছেন। সাবেক এমপিরা ছিলেন তার আশীর্বাদ। ৫ আগস্ট ছাত্র জনতা গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হওয়ার সাথে সাথে গা ধাকা দেন দেশের সকল দুর্নীতিবাজ এমপি মন্ত্রী।
কিন্তু তারা চলে গেলেও রেখে গেছেন তাদের লালিত পেত আত্মা গুলোকে। তাদের মধ্যে একজন হচ্ছেন সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল।
পিআইও ওয়ালিফ মন্ডলের সকল দুর্নীতির অপর খলনায়ক সাবেক অফিস সহকারী আকবর হোসেন।
তার মাধ্যমেই মিডিয়াপাড়া থেকে শুরু করে সকল জায়গায় সেলামি হিসেবে মোটা অংকের টাকা পৌঁছে দিয়ে থাকেন তিনি।
সরকার উপজেলার উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ দিলে, প্রকল্প বেচা কেনায় লিপ্ত থাকতেন ওয়ালিফ মন্ডল।
শুধু তাই নয়, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দ প্রকল্প গুলোর বিল প্রদানের সময় বিল প্রতি গুনতে হতো ২/৩ হাজার টাকা।
পিআইও ওয়ালিফ মন্ডলের দূর্নীতির বিরুদ্ধে কোন সাংবাদিক সংবাদ ছাপালে বিভিন্ন যায়গা থেকে ঐ রিপোর্টারের কাছে আছে ফোন কল।
বিগত দিন গুলোর সকল সরকারি বরাদ্দের হিসাব টানা হলে, সুন্দরগঞ্জের শ্রেষ্ঠ দূর্নীতিবাজ কর্মকর্তার তালিকায় নাম থাকবে ওয়ালিফ মন্ডলের।
এব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের মুঠোফোনে একাধিক বার ফোন কল করা হলে তাকে পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জের উন্নয়নের সার্থে দূর্নীতিবাজ কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের অফিসে আশা সকল বরাদ্দের হিসাব টানা জরুরি বলে মনে করেন উপজেলার সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24