
স্টাফ রিপোর্টার, দেলোয়ার হোসেন,
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা মিটিং বুধবার (১২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে । ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মাহমুদ । মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান সোহান সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, ” এখন পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় ধনবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । আমাদের ধনবাড়ী থানা পুলিশ ছোট বড় সকল ধরনের অপরাধ দমনে সদা তৎপর । মাদক, জুয়া , চুরি সহ যে কোন অপরাধের বিষয়ে সঠিক তথ্য পাওয়া মাত্রই পুলিশ অভিযান পরিচালনা করে । আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ধনবাড়ীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি লাভ করবে”। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান সোহান আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধনবাড়ীর আইন শৃঙ্খলা উন্নতিতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন । এর মধ্যে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা যানজট মুক্ত রাখা , মহাসড়কের দুই পাশে ফুটপাত দখলমুক্ত রাখা , কেন্দুয়া রোড যানজট মুক্ত রাখা , মার্কেট এলাকায় পুলিশের টহল এর ব্যবস্থা করা, ধনবাড়ী বাসস্ট্যান্ডে বাঁশের তৈরি রোড ডিভাইডার শক্তপোক্ত করা, বিকট শব্দে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করা প্রভৃতি । উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ সকলের মতামত মনযোগ সহকারে শুনে ধনবাড়ীর আইন শৃঙ্খলা উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের কথা জানান ।