রিয়াজুল হক সাগর, রংপুর ।
ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে রংপুর নগরী ও মিঠাপুকুরে সড়ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে রংপুর নগরীর টাউন হলের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক'শ শিক্ষার্থী। এসময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী তাসনিম খান, মোতাওয়াক্কিল বিল্লাহ প্রমুখ। অন্যদিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এছাড়াও জেলার বদরগঞ্জ, কাউনিয়াসহ বিভিন্ন উপজেলায় ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে এই কর্মসুচী পালিত হয়েছে। বক্তারা, এ দেশে এখন শিশুরাও নিরাপদ না। নারীরা রাস্তাঘাটে নিরাপদে বের হতে পারে না। তাহলে এ দেশের মানুষের রক্তে জুলাই আন্দোলন কেন হয়েছে। দেশে দিন দিন ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে অথচ প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে ছাত্র-জনতা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিও জানান। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় বসে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষককের ফাঁসির দাবিতে ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও ধর্ষকের ফাঁসি চাই, আমার বোন ধর্ষিত কেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই স্লোগান দেন তাঁরা। পরে ধর্ষকের কুশপুতুলের ফাঁসি দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24