গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রমসহ পরিদর্শন ও দুই ইউনিয়ন এলাকার খাস জমির পুকুর পাড়ে নাম ফল স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে এগারোটার সময় উপজেলার আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদের বিচারিক কার্যক্রম পরিদর্শন করা হয়। সেখানে আর্থিক লেনদেনের বিষয়ে একটি মামলার শুনানিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মে. মোস্তাফিজুর রহমান। এসময় উভয় পক্ষের বক্তব্য শোনেন। এবং বিচারিক কার্যক্রমের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করায় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকসহ গ্রাম আদালতের সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। এবং জন্ম নিবন্ধন করতে আসা ব্যক্তিদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত সামাজিক সমস্যা, পারিবারিক, সাংসারিক ও স্থানীয়ভাবে ঘটে যাওয়া বিভিন্ন দ্বন্দ নিরসনে গ্রাম আদালতের মাধ্যমে ২০২৪ সালে ৪ শতাধিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।এছাড়াও প্রতি মাসে বিভিন্ন ইউনিয়নে ৫০ থেকে একশো মামলা নিষ্পত্তি করা হয়েছে। আদালত থেকেও বিভিন্ন মামলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠিয়ে তা সমাধান করা হয়েছে। এতে করে কোর্টের বারান্দায় দিনের পর দিন হয়রানী এবং আর্থিক ভাবে লাভবান হোওয়ায় বাদী ও বিবাদীদের কাছে বিভিন্ন দ্বন্দ নিরসনে গ্রাম আদালতের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে।এর আগে তিনি আগ্রাদ্বীগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক ও খেলনা ইউনিয়নের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে ওই দুই ইউনিয়ন এলাকায় সরকারি খাস পুকুর পাড়ে নামফলক স্থাপন শেষে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম আদালতের কো-অর্ডিনেটর ধীমান দেবনাথের সঞ্চালনায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব-সহকারী ও কম্পিউটার অপারেটরদের সঙ্গে নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে বেগবান করতে হিসাব সহকারীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান এবং গ্রাম আদালতের শ্রেষ্ঠ মামলা গ্রহণকারী হিসেবে আড়ানগর ও আলমপুর ইউনিয়নের হিসাবসহকারীকে পুরস্কৃত করা হয়।গোলজার রহমানধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি১১ ফেব্রুয়ারী ২০২৫০১৭৬৮৬৭০৫৬০
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24