গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস- ২৫ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা করা হয়েছে। আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল “তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে”রোববার (২ মার্চ) দুপুর সাড়ে বারোটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সূচীর উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।আলোচনা সভায় ৯ মার্চ রোববার উপজেলার আগ্রাদ্বীগুণ ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করা হবে। এরপর আলমপুর, খেলনা, ধামইরহাট ইউনিয়ন ও পৌরসভাসহ ৮ ইউনিয়নে এ কার্যক্রম শুরু করা হবে। চলবে ২০ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত।এর পর ২১ মার্চ শুক্রবার ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ চত্বরে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বাদপাড়া সকল ভোটারদের নিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সংশোধনের মধ্য দিয়ে বাদপরা তরুণ ও মৃত ভোটারদের তালিকাভুক্ত করা হবে। আলোচনা সভায় এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, উপজেলা তথ্য অফিসার ইসকিতা আফরিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24