গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রেখে মোটরসাইকেল চালানোর দায়ে ১১ জন চালকদের জরিমানা করা হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটার সময় উপজেলার হরিতকিডাঙ্গা নয়াপুকুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ১১ জন মোটরসাইকেল চালককে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সড়কের পাশে মোটরসাইকেলটি রেখে চালক পলায়ন করলে পরে ধামইরহাট থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে এবং বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও জানান, উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে উঠতি বয়সী তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে এবং সড়ক দুর্ঘটনা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।তিনি আরও বলেন, অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনসহ ফিটনেস বিহীন গাড়ি চালানোর কারণে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়।গোলজার রহমানধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি২২ ফেব্রুয়ারী ২০২৫০১৭৬৮৬৭০৫৬০
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24