
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে “দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগারের” পক্ষ থেকে ১০০ জনের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর-বেলবাড়ি এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার ১০০ জনকে ঈদ উপহার হিসাবে এসব টি-শার্ট দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী ও পাঠাগারটির উপদেষ্টা সজল আহম্মেদ। আরও বক্তব্য দেন, পাঠাগারটির উপদেষ্টা ডা. ফরিদ এইচ খাঁন, প্রচার সম্পাদক বায়েজিদ হোসেন অনিক।
এ সময় উপস্থিত ছিলেন, পাঠাগারের অর্থ সম্পাদক কাওছার মোল্লা, কার্যকরী সদস্য দিদারুল ইসলাম, ছনি মোল্লা, আসাদুজ্জামান নিপু, মেজবাউল আলম রোমান, সাফি মোল্লা, মুরাদ মোল্লা, একেএম রাফিদ শাহরিয়ার, মুমিনুল ইসলাম, মুশফিক মুক্তাদির মাহিন, হালিমুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, চলতি বছরের ৩ জানুয়ারি দাউদপুর-বেলবাড়ি একতা সংঘের উদ্যোগে এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে “দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পাঠাগার” স্থাপিত হয়। এই পাঠাগারের প্রচার কর্মসূচির অংশ হিসাবে এবং এলাকার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শনিবার পাঠাগারটির পক্ষ থেকে এলাকার ১০০ জনকে টি-শাট দেওয়া হয়েছে।