মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভান্ডারগ্রামের গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে সাজেদুর রহমান সাজু (৫৩)। তিনি পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সদরের পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাহিম (৩২)। তিনি সদর ইউনিয়ন যুবলীগের যগ্ম সম্পাদক। অপরজন গহেলাপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে জহরুল ইসলাম জিপু (৩৩)। সে বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাজেদুর রহমান সাজু, ইউনিয়ন যুবলীগ নেতা রাহিম ও জিপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24