
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজন করেন।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সকাল ৯টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বিশাল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রায় উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণিপেশার শত শত মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা হয়। এছাড়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে- রাণীনগর উপজেলা বিএনপি নানা আয়োজনে নববর্ষ উদযাপন করেছেন। তাদের অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।