মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তিনজন মাদক সেবিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, রাণীনগর উপজেলার চকারপুকুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে আলম (২৭), কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রশিদুলের ছেলে রমজান আলী (২৬) ও নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় মাদকের আড্ডা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় নেশাগ্রস্থ্য অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একশ’ টাকা করে জরিমানা করা হয়।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24