
তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বপনিগর এলাকায় এক ভণ্ড পীর তাইজ উদ্দিনের বিতর্কিত কর্মকাণ্ড ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, দুই যুবক তাকে সেজদা দিচ্ছে—যা ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণভাবে গর্হিত ও শিরক হিসেবে বিবেচিত।
এই ঘটনাটি নজরে আসার পর ভিডিওটি অপরাধ বিষয়ক অনলাইন পোর্টাল অপরাধ কণ্ঠ এর কার্যালয়ে জমা হয়। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সমাজে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।
নরসিংদী জেলার বিভিন্ন ধর্মীয় নেতারা তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন এবং তার বিচার দাবি করেছেন সাথেই থাকুন