মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তাঁর দুই ভাইসহ ৪০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বুধবার (২৩ অস্টোবর) রাতে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন–সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন, মেজ ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ (৬০), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু (৪৪), উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩২), সাধারণ সম্পাদক আল আমিন (২৮), যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ।
মামলার এজাহারে জানা গেছে, ২০২২ সালের ৯ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সভা শেষে নেতা কর্মীরা চলে যায়। বিকেল অনুমান ৬টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ ম রেজাউল করিমের হুকুমে ২, ৪, ৫, ৩৯ নম্বর আসামির নেতৃত্বে অন্য আসামিরা রামদা, শাবল, লাঠি, লোহর রড, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে বিএনপির অফিসে হামলা করে। আসামিরা অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করে ক্ষতিসাধন ও মালামাল লুট করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ প্রায় দুই শতাধিক নেতা কর্মী আহত হন।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24