ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টারঃ
কৃষি মন্ত্রণালয়ে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক।
ডক্টর আখতার জাহান কাঁকন ম্যাডামের উদ্যোগে ও সহযোগিতায়, ২৩ অক্টোবর সকাল ১১ ঘটিকায় ২০২৪ বুধবার আয়োজন করেন Sabira Nila নারী নারী উদ্যোক্তা রং মেলা নারী কল্যাণ সংস্থার।
Labonno Lata উক্ত সময় বক্তব্যে তিনি বলেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ
নারায়ণগঞ্জ কে এত সুন্দর করে তুলে ধরার জন্য এবং আমাকে দায়িত্ব দেয়ার জন্য। ইন শা আল্লাহ আল্লাহ্ মাশরুম হবে আমাদের আগামীতে খাবারের তালিকায় প্রতিদিনের সঙ্গী।
আজ সারাদিন নারায়ণগঞ্জ জমজম মাশরুম ফুডের সেল পয়েন্ট ও রংমেলা মাশরুম কালচার হাউজে
এটি এটিএন বাংলার প্রতিনিধি টিম, মাশরুম রপ্তানিকারক টিম, অধিদপ্তরে কৃষি কর্মকর্তা ও চিকিৎসক নেতৃবৃন্দের আগমনে কেটেছে ব্যস্ত সময়।
বিভিন্ন খাবারের আয়োজন করে অতিথিদের আপ্যায়ন করা হয়।। সায়নের মোর খাবারগুলোর বিষয় ছিল মাশরুম দিয়ে বিভিন্ন খাবার আইটেম করা হয় বিভিন্ন খাবার আইটেম করা হয়।
উক্ত সময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সাংগঠনের নিপু ম্যাডাম ট্রেনিং এর ডলি, তমা, ইভা, আসফিয়া, ইব্রাহিম আর অন্যান্য ছাত্র-ছাত্রীরা বিন্দুরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24