
হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নের প্রাপ্তি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী সায়মা আক্তার নুহা (৮) সড়ক দুর্ঘটনায় নিহত হন (১৮ ফেব্রুয়ারী) মৃত্যুর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনে শনিবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা নিহত স্কুল শিক্ষার্থী সায়মা আক্তার নুহার দক্ষিণ গোবিন্দপুর বাড়িতে পরিবারের খোঁজ খবর নিতে যান। এসময় নুহার মা, ভাই চাচাদের সান্ত্বনা দেন এবং তিনি নুহার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থী নুহার পরিবারের মধ্যে আর্থিক নগদ অর্থ সহায়তা প্রদান করেন কাজী নাহিদ ইভা, এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, পরে ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী বিভিন্ন শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। ইউএনও কাজী নাহিদ ইভা পরিক্ষার্থীদের উৎসাহ করেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। ইউএনও এমন মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।