মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার,
পটুয়াখালীর জেলা গলাচিপায় বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। কুয়াকাটা বাংলাভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনেতে হবে। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্দ্যোগে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে শতাধিত সাংবাদিকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী তিব্র নিন্দা, প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির করা হয়েছে।মানববন্ধনে উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা দক্ষিণ প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকারি উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন প্রতিনিধি মো. সোহাগ রহমান, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি মো. হাফিজউল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরমের সাধারণ সম্পাদক মো. আহসান উদ্দিন জিকো, শিশির রঞ্জন হাওলাদার, মো. ইমন মিয়া, পলাশ হাওলাদার, মো. উজ্জল মিয়া, আল-মামুন, রিয়াদ, মাসুদ, গোলাম মাহমুদ স্বপন, মোঃ নেছার উদ্দিন, মোঃ সুমন, মাজহারুল ইসলাম মলি সহ উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24