হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে ডাকাতের হানায় প্রতিবাদ সমাবেশ করেছেন বাসদ (মার্কসবাদী)। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারী) গোবিন্দপুর বাজারের প্রধান রাস্তায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন; বাসদ (মার্কসবাদী)র জেলা সমন্বয়ক আলাল মিয়া, জনদুর্ভোগ নিরশনে নাগরিক কমিটির সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির , বাসদ নেতা জমির উদ্দিন, সোহরাব মিয়া, আউয়াল মিয়া, কামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারী রাতে ৪০০ বছরের ঐতিহ্যবাহী গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে প্রথমে বাড়ি পুরোহিত ও তাঁর স্ত্রীকে বাড়ির পিছনে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর ও সিন্দুকের সন্ধান চায়। পুরোহিত তা দিতে অস্বীকৃতি জানালে; দু'জনকে গাছের সঙ্গে বেঁধে রাখে, তাঁদের ডাক- চিৎকারে বাড়ির আশ পাশের লোকজন ছুটে আসার খবর পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। জানা যায়; মহান মুক্তিযুদ্ধের সময় জমিদার বাড়িতে ডাকাতি ও লুটপাট করে তাদের নিঃশ্ব করতে চেয়ে ছিলেন। এ সময় গোবিন্দপুরের শান্তি কামী জনগণ তাদের রক্ষা করে; স্বাধীনতার পর গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়, যেখানে প্রতিদিন দূর- দুরান্তের লোকজনের সমাগম ঘটে। জমিদার বাড়িতে জুলাই-২৪ এ গনঅভ্যুত্থানের পর এই প্রথম কোন ডাকাত দল জমিদার বাড়িতে হানা দেয়। বক্তারা অবিলম্বে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের গ্রেফতার করার দাবি জানায়। পুলিশের নিরবতার তীব্র নিন্দা জানায়। অবিলম্বে চুরি ডাকাতি বন্ধে কার্যকর প্রদক্ষেপ দেখতে চায়। পুলিশের দায়সারা তদন্তের নামে তাল-বাহানা করা হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ শিমুল পারভেজ, সহকারী সম্পাদকঃ মোঃ মোমিন ইসলাম,
নির্বাহী সম্পাদকঃ মোঃ রিপন আলী, বার্তা সম্পাদকঃ মোসাঃ তাসলিমা খাতুন (সালমা)
সহকারী বার্তা সম্পাদকঃ মোঃ শাহীনুর রহমান শাহীন
🔴জিমেইলঃ [email protected]
☎️ মোবাইলঃ ০১৭৮০-০০৩৬৭ ৮
♦️সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে ♦️
All rights reserved © 2024 dailysadhinbangladesh24