
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দখলদার ইসরাইলের আগ্রাসন, গণহত্যার বিরুদ্ধে মসজিদুল আকসা পুণরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার রাণীনগরের সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জন সাধারনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা গোলচত্বরে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।